সত্য মিথ্যা নিয়ে হাদিস, মিথ্যা নয় সত্য বলতে শিখি,সত্য ও মিথ্যার মিশ্রণ হাদিস, কিছু সত্য মিথ্যা হাদিস

সত্য মিথ্যা নিয়ে হাদিস, মিথ্যা নয় সত্য বলতে শিখি,সত্য ও মিথ্যার মিশ্রণ হাদিস, কিছু সত্য মিথ্যা হাদিস

• মায়ের দিকে সু-নজরে তাকালে কবুল হজ্জের সমান নেকি হয় । __________ এ হাদিস মিথ্যা। 


• মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ______________এ কথা সত্য। 


• আইয়ুম (আ:) এর শরীরে পোকা হয়েছিলো । _____________এ তাফসির মিথ্যা। 


• ইব্রাহীম (আ:) ছেলেকে কোরবানী করার সময় চোখে কাপড় বেধেছিলো। ____________এ তাফসির মিথ্যা। 


• ইব্রাহীম (আ:) তিন দিন তিনশো উট জবেহ করেছিলো । _____________এ তাফসির মিথ্যা। 


• জনৈক মওলানা সাহেব বলছেন আল্লার নবী কোনো বাচ্চার মাথায় হাত দিলে সেই বাচ্চার মাথা থেকে আতরের সেন্ট ছড়িয়ে পড়তো। ___________ এ কথা মিথ্যা কথা। 


• আমরা শুনেছি আমাদের মা চাচীরা চাচারা গ্রামে বলতো : এই শুনো তোমরা মহিষের কুরবানী দিও না। মহিষের গায়ে লোম কম। গরুর কোরবানী দাও। গুরুর গায়ে লোম বেশি। কেনো? প্রত্যেক লোম সমান এক নেকি হবে। ________এটা সসম্পূর্ণ মিথ্যা কথা। নবীর নামে এ মিথ্যা কথা ছড়ানো হয়েছে। 


• কিয়ামতের মাঠে নেকির পাল্লায় ওই গরুর নারী ভূড়ি সবকিছু ঐ নেকির পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। এ হাদিস আমাদেরকে শুনানো হয়েছে। ______________এ হাদিস মিথ্যা। 


• গাছ লাগান পরিবেশ বাচান। _______একদম টাটকা মিথ্যা কথা। • আপনি যেদিন ক্লাস টু এ পড়ছিলেন। সেদিন একটা গল্প পড়েছিলেন : নবী (সঃ) যে রাস্তা দিয়ে হাটতেন। একজন বুড়ি সে রাস্তায় কাটা পূতে রাখতো। নবীর গায়ে কাটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন রসূলুল্লাহ (সঃ) দেখলেন রাস্তায় কাটা নেই। তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যিই অসুস্থ। তিনি বুড়ির সেবা করলেন। বুড়ি ভাল হয়ে গেলো। _______ একেবারেই ঘটনা মিথ্যা। 


@ জ্বী না। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো। আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো। আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমান করতে পারবেন না। ইনশাআল্লাহ্। এ সবিই নবী (সঃ) এর নামে মিথ্যা কথা বলা হয়েছে। এদেশের মাটিতে ৩ লক্ষ্য বানানো হাদিস আছে। - শায়েখ আবদুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url