সূরা ইনফিতার কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত,সকল রোগের ঔষধ সূরা ইনফিতার,সূরা আল-ইনফিতার বাংলা উচ্চারণ ও অর্থ এবং বৈশিষ্ট্য ও ফজিলত অডিও সূরা আল ইনফিতার

আজকের বিষয়: সূরা ইনফিতার সকল তথ্য আল কোরআন ও হাদিসের আলোতে,পৃথিবীর জানা অজানা কিছু তথ্য আল ইনফিতার আলমল ও ফজিলত, সূরা ইনফিতার কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত, সূরা ইনফিতার নাযিলের কারন গুলো কি কি ,কুরআন ৮২ সূরা আল - ইনফিতা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আরবি উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ82.1

আরবি উচ্চারণ ৮২.১। ইযাস্ সামা-য়ুন্ ফাত্বোয়ারত্।

বাংলা অনুবাদ ৮২.১ যখন আসমান বিদীর্ণ হবে।

وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ82.2

আরবি উচ্চারণ ৮২.২। অইযাল্ কাওয়া- কিবুন্ তাছারত্।

বাংলা অনুবাদ ৮২.২ আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে।

وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ82.3

আরবি উচ্চারণ ৮২.৩। অইযাল্ বিহা-রু ফুজজ্বিরাত্।

বাংলা অনুবাদ ৮২.৩ আর যখন সমুদ্র গুলোকে একাকার করা হবে।

وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ82.4

আরবি উচ্চারণ ৮২.৪। অইযাল্ কুবূরু বু’ছিরত্।

বাংলা অনুবাদ ৮২.৪ আর যখন কবরগুলো উন্মোচিত হবে।

عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ82.5

আরবি উচ্চারণ ৮২.৫। ‘আলিমাত্ নাফ্সুম্ মা-ক্বদ্দামাত্ ওয়াআখ্খারত্

বাংলা অনুবাদ ৮২.৫ তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে।

يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ82.6

আরবি উচ্চারণ ৮২.৬। ইয়া য় আইয়্যুহাল্ ইন্সা-নু মা-র্গরকা বিরব্বিকাল্ কারীমিল্।

বাংলা অনুবাদ ৮২.৬ হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?

الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ82.7

আরবি উচ্চারণ ৮২.৭। আল্লাযী খলাক্বকা ফাসাওয়া-কা ফা‘আদালাকা

বাংলা অনুবাদ ৮২.৭ যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুসম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন।

فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ82.8

আরবি উচ্চারণ ৮২.৮। ফী য় আইয়ি ছূরতিম্ মা-শা-য়া রাক্কাবাক্।

বাংলা অনুবাদ ৮২.৮ যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন।

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ82.9

আরবি উচ্চারণ ৮২.৯। কাল্লা- বাল্ তুকায্যিবূনা বিদ্দীনি

বাংলা অনুবাদ ৮২.৯ কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাক।

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ82.10

আরবি উচ্চারণ ৮২.১০। অ ইন্না ‘আলাইকুম্ লাহা-ফিজীনা

বাংলা অনুবাদ ৮২.১০ আর নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে।

كِرَامًا كَاتِبِينَ 82.11

আরবি উচ্চারণ ৮২.১১। কির-মান্ কা-তিবীনা।

বাংলা অনুবাদ ৮২.১১ সম্মানিত লেখকবৃন্দ।


আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ  


يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ82.12

আরবি উচ্চারণ ৮২.১২। ইয়া’লামূনা মা-তাফ্‘আলূন্।

বাংলা অনুবাদ ৮২.১২ তারা জানে, যা তোমরা কর।

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ82.13

আরবি উচ্চারণ ৮২.১৩। ইন্নাল্ আব্র-র লাফী নাঈ’ম্।

বাংলা অনুবাদ ৮২.১৩ নিশ্চয় সৎকর্মপরায়ণরা থাকবে সুখ - স্বাচ্ছন্দ্যে।

وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ82.14

আরবি উচ্চারণ ৮২.১৪। অইন্নাল্ ফুজজ্বা- র লাফী জ্বাহীম্।

বাংলা অনুবাদ ৮২.১৪ আর নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্জ্বলিত আগুনে।

يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ82.15

আরবি উচ্চারণ ৮২.১৫। ইয়াছ্লাওনাহা-ইয়াওমাদ্দীন্।

বাংলা অনুবাদ ৮২.১৫ তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে।

وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ82.16

আরবি উচ্চারণ ৮২.১৬। অমা-হুম্ ‘আন্হা- বিগ-য়িবীন্

বাংলা অনুবাদ ৮২.১৬ আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ82.17

আরবি উচ্চারণ ৮২.১৭। অমা য় আদ্র-কা মা- ইয়াওমুদ্দীনি

বাংলা অনুবাদ ৮২.১৭ আর কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ82.18

আরবি উচ্চারণ ৮২.১৮। ছুম্মা মা য় আদ্র-কা মা-ইয়াওমুদদীন্-।

বাংলা অনুবাদ ৮২.১৮ তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ 82.19

আরবি উচ্চারণ ৮২.১৯। ইয়াওমা লা-তাম্লিকু নাফ্সুল্ লিনাফ্সিন্ শাইয়া-; অল্ আম্রু ইয়াওমায়িযিলিল্লা-হ্-।

বাংলা অনুবাদ ৮২.১৯ সেদিন কোন মানুষ অন্য মানুষের জন্য কোন কিছুর ক্ষমতা রাখবে না। আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃতে।

বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন। অথবা মুখস্থ করে একজন আলেমকে শুনিয়ে ভূল সংসোধন করে নিবেন।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ও

আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ  

আমাদের নতুন ইসলামিক নিউজ ও জিজ্ঞাসা ভিত্তিক সাইড

Islamic Info Hub ( www.islamicinfohub.com ) আজই ভিজিড করুন !! 


আল কুরআন সম্পূর্ণ অফলাইন পড়ুন,অনুবাদ করা কোরআনের সূরাগুলির তালিকা আরবিতে পবিত্র কুরআন শরীফের অর্থ বাংলায় অনুবাদ, পড়ুন - শুনুন,

মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে বহুল প্রচলিত একটি বিশ্বাস বা দাবী হচ্ছে, কোরআন হচ্ছে মানব ইতিহাসের একমাত্র অবিকৃত গ্রন্থ যা আল্লাহ পাক যেভাবে নাজিল করেছিলেন, ঠিক সেরকম অবস্থাতেই আমরা এখনও দেখতে পাই। এমনকি, এর একটি শব্দ বা একটি অক্ষরও এই পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নি। অর্থাৎ, এর কিছুমাত্র এখন পর্যন্ত বিকৃতিসাধন হয় নি। অন্যদিকে বাইবেল থেকে শুরু করে অন্যান্য সকল ধর্মগ্রন্থই মানুষের দ্বারা বিকৃত এবং দূষিত।

 যা আল্লাহ যেভাবে প্রেরণ করেছিলেন, সেভাবে আর নেই। যদিও বাইবেল সংকলনের খ্রিষ্টীয় ইতিহাস থেকে জানা যায়, বাইবেলের সংকলনকে খ্রিস্টানরা ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত বলে মনে করেন। অর্থাৎ, বাইবেল যেভাবে সংকলিত হয়েছিল, খ্রিস্টীয় বিশ্বাস মতে তা ঈশ্বরের ইচ্ছাতে ঈশ্বরের সরাসরি তত্ত্বাবধানে হয়েছিল। খ্রিস্টীয় বিশ্বাস অনুসারে পরিবর্তনগুলোও ঈশ্বরের ইচ্ছাতে হয়েছিল। তাই খ্রিস্টানগণ দাবী করেন, বাইবেলেও কোন ভুল নেই। কারণ পরিবর্তনগুলো স্বয়ং ঈশ্বরই ঘটিয়েছেন।

আল কুরআন বাংলা অর্থসহ অডিও নিয়ে আমাদের এই বারের অ্যাপ । যারা আল কুরআন বাংলা অর্থসহ অডিও offline অ্যাপ খুঁজে বেড়াচ্ছেন তারা আমাদের এই আল কুরআন অডিও অ্যাপটি ডাউনলোড করে রাখতে পারেন ।

আল কুরআন বাংলা উচ্চারন ও অনুবাদ অ্যাপটি অফলাইনেও ব্যবহার করা যাবে । আল কোরআন বাংলা অনুবাদ সহ অডিও সকল মুমিন ভাইবোনদের কাছে আমাদের একটি উপহার । আল কোরআন বাংলা উচ্চারন ও অর্থ নিয়ে আগেও আমরা নানান অ্যাপ ছেড়েছি কিন্তু এইবারের কোরআন শরীফ সফটওয়্যার এমন একটি অ্যাপ যা দিয়ে আপনি

কোরআন শরীফ বাংলা অর্থসহ download | আল কোরআন বাংলা অর্থ সহ pdf |নূরানী বাংলা কোরআন শরীফ pdf



কোরআনের সূরাগুলির তালিকা (toc)

আল কুরআন সম্পূর্ণ অফলাইন পড়ুন,অনুবাদ করা কোরআনের সূরাগুলির তালিকা আরবিতে পবিত্র কুরআন শরীফের অর্থ বাংলায় অনুবাদ, পড়ুন - শুনুন,

(ads1)

আরবী উচ্চারন ও বাংলা অর্থ সহ ৩০ পাড়া কুরআন শরীফ

১. সূরা আল-ফাতিহা বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

২. সূরা আল-বাকারা বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৩. সূরা আল-ইমরান বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৪. সূরা আল-নিসা বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৫. সূরা আল-মায়িদাহ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৬. সূরা আল-আনআম বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৭. সূরা আল-আরাফ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৮. সূরা আল-আনফাল বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৯. সূরা আল-তাওবাহ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

১০. সূরা আল-ইউনুস বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

১১. সূরা আল-হুদ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

১২. সূরা আল-ইউসুফ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

১৩. সূরা আল-আর রাদ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

১৪. সূরা আল-ইব্রাহীম বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

১৫. সূরা আল-হিজ্‌র বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

১৬. সূরা আল-নাহ্‌ল বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

১৭. সূরা আল-বনী ইসরাঈল বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

১৮. সূরা আল-কাহ্‌ফ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

১৯. সূরা আল-মারইয়াম বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

২০. সূরা আল-ত্বোয়া-হা বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

২১. সূরা আল-আম্বিয়া বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

২২. সূরা আল-হাজ্জ্ব বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

২৩. সূরা আল-মু’মিনূন বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

২৪. সূরা আল-নূর বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

২৫. সূরা আল-ফুরকান বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

২৬. সূরা আল-শুআরা বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

২৭. সূরা আল-নাম্‌ল বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

২৮. সূরা আল-ক্বাসাস বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

২৯. সূরা আল-আনকাবুত বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৩০. সূরা আল-রুম বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৩১. সূরা আল-লুকমান বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৩২. সূরা আল-সিজদাহ্ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৩৩. সূরা আল-আহ্‌যাব বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৩৪. সূরা আল-সাবা বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৩৫. সূরা আল-ফাত্বির বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৩৬. সূরা আল-ইয়াসীন বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৩৭. সূরা আল-ছাফ্‌ফাত বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৩৮. সূরা আল-সোয়াদ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৩৯. সূরা আল-যুমার বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৪০. সূরা আল-মু’মিন বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৪১. সূরা আল-ফুছছিলাত বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৪২. সূরা আল-শূরা বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৪৩. সূরা আল-যুখরুফ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৪৪. সূরা আল-দুখান বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৪৫. সূরা আল-ছিয়াহ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৪৬. সূরা আল-আহ্‌ক্বাফ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৪৭. সূরা আল-মুহাম্মাদ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৪৮. সূরা আল-ফাত্‌হ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৪৯. সূরা আল-হুজরাত বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৫০. সূরা আল-ক্বাফ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৫১. সূরা আল-যারিয়াত বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৫২. সূরা আল-তুর বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৫৩. সূরা আল-নাজ্‌ম বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৫৪. সূরা আল-ক্বামার বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৫৫. সূরা আল-রহমান বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৫৬. সূরা আল-ওয়াক্বিয়াহ্‌ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৫৭. সূরা আল-হাদীদ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৫৮. সূরা আল-মুজাদালাহ্‌ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৫৯. সূরা আল-হাশ্‌র বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৬০. সূরা আল-মুজাদালাহ্‌ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৬১. সূরা আল-সাফ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৬২. সূরা আল-জুমুআহ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৬৩. সূরা আল-মুনাফিকূন বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৬৪. সূরা আল-তাগাবুন বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৬৫. সূরা আল-ত্বালাক বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৬৬. সূরা আল-তাহরীম বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৬৭. সূরা আল-মুলক বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৬৮. সূরা আল-ক্বলম বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৬৯. সূরা আল-হাক্কাহ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৭০. সূরা আল-মাআরিজ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৭১. সূরা আল-নূহ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৭২. সূরা আল-জ্বিন বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৭৩. সূরা আল-মুয্‌যাম্মিল বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৭৪. সূরা আল-মুদ্দাছ্‌ছির বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৭৫. সূরা আল-ক্বিয়ামাহ বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৭৬. সূরা আল-দাহর বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৭৭. সূরা আল-মুরসালাত বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৭৮. সূরা আল-নাবা বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৭৯. সূরা আল-নাযিয়াত বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৮০. সূরা আল-আবাসা বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৮১. সূরা আল-তাক্‌ভীর বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

৮২. সূরা আল-ইনফিতার বাংলা উচ্চারণ সহ অনুবাদ লিংক

(ads2)

Post a Comment

0 Comments